আসুন বানাই নাম ছাড়া ফোল্ডার

আসসালামু আলাইকুম,
সবাইকে আগাম নতুন বছর এর শুভেচ্ছা  জানিয়ে শুরু করছি আজকের টিউন কেমন আছেন সবাই ? আশা করি ভালি আছেন, আর সারা বছর না সারা জীবন ভাল থাকেন সেই দোয়া করি।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিছু  একটা মজার টিপস।এই পোস্তটি মজা করার জন্য লিখা।এই টিউনটি সকলই মজা করতে ভালবাসেন এমন লোকদের জন্য। আর যারা জানেন তারা পোস্তটিকে এড়িয়ে যাবেন প্লিজ।আর কিছু না  বলে  টিউন শুরু করছি
♦♦আপনার অপারেটিং সিস্টেম যদি হয় উইন্ডোজ ৭,৮ ও ১০♦♦
  • প্রথমে একটি ফোল্ডার বানান।
  • এরপর ফোল্ডারটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন।
  • এবার রেনেম এ যান।
  • পূর্বের নাম রিমুভ করুন
  • এবার এক সাথে আলটার বাটন প্রেস করে  নাম্বারিক কীবোর্ড  এর ০১৬০ লিখুন।
  • লিখা সেস হলে এবার এন্টার বাটন চাপুন।
কি হল নাকি নাম ছাড়া  একটা ফোল্ডার।

♦♦আপনার অপারেটিং সিস্টেম যদি হয় উইন্ডোজ এক্সপি ♦♦
  • প্রথমে একটি ফোল্ডার বানান।
  • এরপর ফোল্ডারটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন।
  • এবার রেনেম এ যান।
  • পূর্বের নাম রিমুভ করুন
  • এবার এক সাথে আলটার বাটন প্রেস করে  নাম্বারিক কীবোর্ড  এর ২৫৬
    লিখুন।
  • লিখা সেস হলে এবার এন্টার বাটন চাপুন।
কি হল নাকি নাম ছাড়া  একটা ফোল্ডার।
সবাই কে আবার নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।ভবিষ্যতে আরও টিউটোরিয়াল প্রকাশ করার প্রতিজ্ঞা করে আজকে এখানেই শেষ করছি।আল্লাহ হাফিজ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।আমার জন্য দুয়া করবেন।

No comments:

Post a Comment