storage-box1.jpg

আজ আমরা শিখব একটি সাধারণ জুতো রাখার বাক্সকে কিভাবে আকর্ষণীয় একটি স্টোরেজ বাক্সে পরিণত করা যায়, এজন্য প্রয়োজন হবে-

১/ জুতোর বাক্স
২/ কাঁচি বা এন্টিকাটার
৩/ আইকা বা গাম
৪/ wrapping পেপার বা নিজের পছন্দনুযারী যে
কোন কালার পেপার।

চলুন শুরু করি। একটি জুতোর বাক্স নিন।

23.jpg

নিচের ছবির ন্যায় জুতোর বাক্সের মাঝ বরাবর দু’পাশ সমানভাবে কেটে নিন। ফলে বাক্সের দু’পাশে দুটি ত্রিভুজ হবে।

33.jpg

এবার কাটা অংশ বরাবর বাক্সটিকে উল্টো দিকে ভাঁজ করুন।

43.jpg

এখন আইকা বা গাম দিয়ে বাক্সের দু’প্রান্ত জোড়া দিন। চিত্রে দেখুন, বাক্সটির দু’পাশ খালি। খালি দু’পাশের জন্য জুতোর বাক্সের ঢাকনা থেকে সমপরিমাণ কাগজ কেটে আইকার সাহায্যে লাগিয়ে দিন।

53.jpg

বাক্সটিকে আরও আর্কষণীয় করে তুলতে কাগজের wrapping পেপার বা কোলাজ পেপার ব্যবহার করতে পারেন।

63.jpg

ব্যাস তৈরি হয়ে গেল, একটি সুন্দর স্টোরেজ বক্স, যাতে আপনার নিত্য প্রয়োজনীয় ছোট খাট জিনিস, যেমন-চুল বাঁধার ক্লিপ, মোবাইল ফোন, ঔষধ ইত্যাদি সংরক্ষণ করতে পারবেন সহজে।

12.jpg


No comments:

Post a Comment