নতুনদের জন্য মাইক্রোসফট ওয়ার্ড :: Format মেনুর বিস্তারিত

নতুনদের জন্য মাইক্রোসফট ওয়ার্ড :: Format মেনুর বিস্তারিত

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
গত পর্বে আমরা শিখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড –এর Insert মেনুর বিস্তারিত,  আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড-এর Format মেনুর বিস্তারিত,  তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব, Format মেনুর বিস্তারিত..

Format মেন্যু (Format Menu)
ফরম্যাট মেনুর

ফেসবুকে মৃত ব্যক্তিকে আজীবন স্মরন রাখতে চান

ফেসবুকে মৃত ব্যক্তিকে আজীবন স্মরন রাখতে চান। তাহলে নিচের ভিডিওটি ডাউনলোড করে দেখুন













Ghost Win7 Sp1.GHO

all versions + Full Soft +Drivers. The ghost ... Download: fshare:

https://docs.google.com/file/d/0BwRYYUWMo-7qWFQ5eHhxT2g3dlk/edit 

[Ghost Windows 7] all versions + Full Soft +Drivers

The ghost was made ​​from the original version of MS Windows, not omitted any component of the win and the combination EasySysprep 3.1Final and WanDrv_5.286. The ghost was active available if the newer machines (especially the ASUS line) while still not verifying that win is acitve Cr@ck.7.Server.exe you use their tools to the C: drive available to conduct active okay! The team was Team Tested VietForum.vn pretty much experience on both series and bring good results, nice interface, run smoother.
The Ghost includes 2 versions: 32 bit and 64 bit machines you fit it down a copy of it.


This version installed some basic Softwares:


  • Unikey
  • Office 2003 supports to read font and format docx
  • FoxitReader

Internet Meyad

30 Days Internet Meyad
Activate Korte Dail Korun
*5000*8*1*4*1#
20/-

কিছু কুসংস্কার-১

জোড়া ডিম বা কলা খেলে যমজ বাচ্চা হয়
যমজ বাচ্চা হয় যখন কোন নারীর একই সময় দুটি ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। জোড়া ডিম বা জোড়া কলা প্রকৃতির নিয়মেই হয়ে থাকে, এদের মাঝে এমন কোন উপাদান থাকে না যা যমজ বাচ্চা হতে সাহায্য করবে। একটা সাধারণ কলা বা একটা সাধারণ ডিমে যা থাকে জোড়া কলা বা ডিমে তাই থাকে, শুধু একটার স্থানে দুটো একসাথে থাকে। তাই জোড়া ডিম বা কলাতে যমজ বাচা হয় না।
আনারস আর দুধ এক সাথে খাওয়া যায় না
এখন পর্যন্ত আনারস এবং দুধের মাঝে এমন কোন রাসায়নিক বিক্রিয়া খুঁজে পাওয়া যায়নি যার ফলে এদেরকে এক সাথে খেলে সেটা মানুষের জীবনহানি করবে। বর্তমানে অনেক খাবারেই দুধ ও আনারস একসাথে মেশানো হয় এবং সারা বিশ্বেই তা খাওয়া হয়। কাস্টার্ড নামক ডেজার্টে দুধের সাথে নানারকম ফল মেশানো হয় যার মাঝে আনারসও থাকে।

মেয়েদের টক খেতে বলা হয় কিন্তু ছেলেদের খেতে নিষেধ করা হয় কেন ?

তেঁতুল একটা উপকারী ফল।এটার অনেক পুষ্টিগুন রয়েছে।
ছেলেদের নিষেধ আর মেয়েদের খেতে হবে বিষয়টা এমন নয় ।
বরং এতে রয়েছে অনেক পুষ্টিউপাদান যেমন,
জলীয় অংশ (গ্রাম) ২০.৯
মোট খনিজ পদার্থ (গ্রাম) ২.৯
আঁশ (গ্রাম) ৫.৬ – ১.০
খাদ্যশক্তি (কিলোক্যালরি) ২৮৩
আমিষ (গ্রাম) ৩.১
চর্বি (গ্রাম) ০.১
শর্করা (গ্রাম) ৬৬.৪
ক্যালসিয়াম (মিলিগ্রাম) ১৭০
আয়রন (মিলিগ্রাম) ১০.৯ – ১.০
ক্যারোটিন (মাইক্রোগ্রাম) ৬০
ভিটামিন বি১ (মিলিগ্রাম) –০.০১
ভিটামিন বি ২ (মিলিগ্রাম) ০.০৭
ভিটামিন সি (মিলিগ্রাম) ৩ ৬
এটা খেলে রক্ত পানি হয়ে যায় এমন ধারনা অনেকে করে তবে সেটা ভুল।এটা ছেলেদের ও উপকার করে মেয়েদেরও করে। তবে কোন এক অজানা কারনে এটা অন্য প্রানী যেমন ষাঁড়ের যৌন ক্ষমতা কমাতে এটা ব্যাবহৃত হয়।তবে গবেষনায় দেখা যায় তেঁতুল পুরুষ মানুষের যৌন ক্ষমতা আরো বৃদ্ধি করে, আর মেয়েদের জন্যও এটা অনেক কাজের কারন এতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা তাদের দেহের ক্ষত পুরুনে সাহায্য করে আর মেয়েদের শরীরে বেশী ক্ষত হয় বিশেষ করে প্রতিমাসে তো হয়ই, আর প্রেগনেন্সির সময় এটা খেলে মুখের রুচি ফিরে নিয়ে আসে ফলে মায়ের স্বাস্থ্য ঠিক থাকে ,এবং রক্তের চর্বি কমানোর মাধ্যমে মায়ের ও বাচ্চার রক্তচলাচল ঠিক রাখে।
তাই এটা কারো জন্য আর নিষেধ নয় বরং সীমার মধ্যে হলে সবারই খাওয়া যাবে।
এটা প্রচলিত গ্রাম্য কুসংস্কার মাত্র। টক খাবারে প্রয়োজনীয় ভিটামিন ও অন্যান্য উপাদান থাকে যা আমাদের জন্য জরুরী তাই পরিমিত টক ছেলে মেয়ে উভয়ের জন্যই উপকারী। ডাক্তারি মতে সবার জন্যই প্রয়োজনীয় টক খাওয়া উচিৎ।
তবে বেশি পরিমানে খেলে সেটা laxative হিসেবে কাজ করতে পারে,যা সুস্থ ছেলে বা মেয়ের জন্য সমস্যার কারন হতে পারে।